স্কিলহাব নিয়ে কিছু কথা

Skillhub একটি অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম। বর্তমানে প্রতিযোগিতামূলক এই বিশ্বে এবং কর্পোরেট সেক্টরে টিকে থাকার জন্য প্রয়োজন বাড়তি দক্ষতা,অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন। আর এজন্য প্রয়োজন যথাযত প্লাটফর্ম। Skillhub এর সাথে ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডিজাইনিং,গ্রাফিক্স ডিজাইনিং,ভিডিও এডিটিং সহ দারুণ কিছু সময়োপযোগী কোর্স নিয়ে দেশসেরা প্রফেশনাল ইন্সট্রাক্টর'রা প্রস্তুত দক্ষতা, অভিজ্ঞতার মেলবন্ধনে আপনাকে প্রতিভাবান করে তুলতে।
ইতোমধ্যে দেশসেরা ৭ জন ইন্ডাস্ট্রি প্রফেশনাল ট্রেইনার দ্বারা পরিচালিত ৮ টি সেশনের সমন্বয়ে গঠিত "Guided by a Mentor" -- সম্পন্ন করে বেশ সাড়া ফেলেছে Skillhub. এই ইভেন্টটি দ্বারা আমরা সারাসরি প্রায় ৫০০০ শিক্ষার্থীকে পাঠদান করতে সক্ষম হয়েছিলাম। পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আগামীকাল আজকের চেয়েও কঠিন। আমাদের মুল লক্ষ আপনাদের ক্যারিয়ার গড়ার পথে আপনাদের পাশে থাকা।

আমাদের লক্ষ্য

“Our mission is to reach 1 million students by 2025”

আমাদের উদ্দেশ্য

“Empowering the Youth with industry 4.0 skills”

অনলাইনে শেখা শুরু করুন

আপনার দক্ষতা বৃদ্ধি করুন সর্বোত্তম
অনলাইন কোর্সের মাধ্যমে।