FAQ: Course

একবার রেজিস্ট্রেশন এর পর এই কোর্স টির এক্সেস আপনি আজীবণ পাবেন।

কোর্স ফি প্রদানের পর থেকেই ড্যাশ বোর্ডে কোর্স টি দেখা যাবে।

কোর্স শেষ হবার সাথে সাথেই আপনি আপনার ড্যাশ বোর্ডে সার্টিফিকেট পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে সার্টিফিকেটটি অাপনি অাপনার সংগ্রহে রাখতে পারবেন।

কোর্স এর শুরু তেই এই লিংক পেয়ে যাবেন সাথে সকল কিছু দেয়া থাকবে।

FAQ: Payment (কোর্স ফি প্রদানের নিয়মাবলিঃ )

আপনার বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি অপশন এ গিয়ে ”নির্ধারিত কোর্স ফি” -টি সেন্ড করে দিন আমাদের পারসোনাল বিকাশ নম্বর এ। আমাদের বিকাশ নম্বর টি হচ্ছেঃ +8801674749335 শুধুমাত্র নির্ধারিত ফি পাঠালেই হবে।অতিরিক্ত বিকাশ চার্জ পাঠানোর কোনো প্রয়োজন নেই। প্রতিটি কোর্স এর মূল্য বিকাশ চার্জ সহ ই নির্ধারিত করা হয়েছে।

আমরা প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত কোর্স ফি গ্রহণ করি। তাই উক্ত সময়ের মধ্যে ফি প্রদান করলেই আমরা আপনাকে কনফার্ম করে দিব। ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে ড্যাশ বোর্ডে কোর্স টি দেখতে পাবেন।

ফি প্রদানের সর্বোচ্চ ৬ ঘন্টা থেকে সর্বনিম্ন ৫-১০ মিনিট সময়ের মধ্যেই কনফার্মেশন পেয়ে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই ৩০ মিনিট এর মধ্যেই কোর্স টি কনফার্ম করে দেয়া হয়।

কোর্স এর রেজিস্ট্রেশন এর সময় একটি অপশন পাবেন ”ভাউচার/কুপন এড করুন”। সেখানেই আপনার কুপন/ভাউচার যুক্ত করার মাধ্যমে মূল্যছাড় পেয়ে যাবেন।